রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সিআইইউ’র স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি ক্রয়ের সিদ্ধান্ত

চট্টগ্রাম ব্যুরো
  ২৫ মে ২০২৫, ১৬:২৫
সিআইইউ’র স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি ক্রয়ের সিদ্ধান্ত
চট্টগ্রামে সিআইইউ'র স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়: ছবি যায়যায়দিন

চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন অনন্যা হাউজিং সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পরিমাণ জমি ক্রয়ের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

1

সভায় সভাপতিত্ব করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব। উপস্থিত ছিলেন ট্রাস্টি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক, ট্রাস্টি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ট্রাস্টি হেফাজাতুর রহমান, ট্রাস্টি মোহাম্মদ আব্দুস সালাম, ট্রাস্টি মীর্জা মোহাম্মদ জামশেদ আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার।

সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সিআইইউ’র ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও ক্যাম্পাস ফান্ড রেইজিং কমিটির (সিএফআরসি) আহ্বায়ক ট্রাস্টি মীর্জা সালমান ইস্পাহানী, ট্রাস্টি এম শাহাব উদ্দিন আলম এবং ট্রাস্টি সেলিম রহমান।

সভায় সিআইইউ’র স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বৃদ্ধি ও উন্নত কারিকুলাম প্রণয়নের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, সিআইইউ পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং স্থায়ী অবকাঠামো নির্মাণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সিআইইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, টেকসই এবং বিশ্বমানের শিক্ষা পরিমণ্ডল গড়ে তুলতে বদ্ধপরিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে