সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মিম

বিনোদন রিপোর্ট
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যাসিনহা মিম। ক্যারিয়ারে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র ও নাটক-সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। সম্প্রতি শোনা যাচ্ছে, শিগগিরই সন্তানের মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন মিম।

মিম বলেন, এমন কিছু ঘটলে আমি কেন লুকাব? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।

২০২২ সালের ৪ জানুয়ারি পেশায় ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারকে ভালোবেসে বিয়ে করেন মিম। আগামী ৪ জানুয়ারি তাদের সেই প্রেমের বিয়ের তিন বছর পূর্ণ হবে। ফলে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষায় কবে মা হবেন মিম। সেই অপেক্ষা দীর্ঘ করে দিলেন নায়িকা। সম্প্রতি বিদ্যা সিনহা মিম যুক্ত হয়েছেন 'আমি ইয়াসমিন বলছি' সিনেমায়। দ্রম্নত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

'লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭' প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত 'আমার আছে জল' সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর 'জোনাকির আলো' সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। তারপর থেকে একাধারে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে।

অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই 'শ্রাবণের বৃষ্টিতে ভেজা'।

২০১৩

সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস 'পূর্ণতা'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে