বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বাভাসি চলচ্চিত্র উৎসবের বিচারক অর্পণা রানী রাজবংশী

বিনোদন রিপোর্ট
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
বাভাসি চলচ্চিত্র উৎসবের বিচারক অর্পণা রানী রাজবংশী

নাট্যকার ও পরিচালক অর্পণা রানী রাজবংশী বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-২৪ এর বিচারক হিসেবে কাজ করছেন। এরই মধ্যে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানান তিনি। বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাইর থেকে এ পর্যন্ত ১৫৩টি চলচ্চিত্র জমা পড়েছে। জুরি বোর্ডের প্রাথমিক পর্যবেক্ষণে ১৫৩ থেকে ৫০টি বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ৫০টি চলচ্চিত্র থেকে ১০টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য। অর্পণা রানী রাজবংশী বলেন, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ২০২৩-২৪ সবগুলো রাউন্ডেই বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে