কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। মাঝে মধ্যেই নানান সাজপোশাকে নিজের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। গেল অক্টোবরে কালো রঙের কাঞ্চিপুরম শাড়ি পরা কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছিলেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।
২৫ নভেম্বর তিনি জানতে পারেন, তার ছবি ব্যবহার করছেন কলকাতার জনপ্রিয় একটি ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে। প্রতিষ্ঠানটির দাবি, ঐন্দ্রিলার পরা ওই কাঞ্চিপুরম শাড়িটি তাদের সংস্থার। এরপরই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে ঐন্দ্রিলা বলেন, আমার এক পরিচিত শাড়ি কিনবেন বলে অনলাইনে খোঁজাখুঁজি করছিলেন। তখনই ওই জনপ্রিয় ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে আমার ছবি দেখেন। হোয়াটসঅ্যাপ বার্তায় জানতে চান, আমি যে শাড়িটি পরে সেটি ভালো কি না?
অভিনেত্রীর ভাষ্য, প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তিনি। পরিচিত ব্যক্তি ওই ওয়েবসাইটের স্ক্রিনশট পাঠালে বুঝতে পারেন, অনুমতি না নিয়ে ছবি ব্যবহার করেছে তার। এমনকি শাড়িটি নিজেদের বলেও দাবি করেছেন তারা।
তিনি আরও বলেন, আমি পরেছিলাম কাঞ্চিপুরম। অথচ ওই সংস্থা শাড়িটিকে বেনারসি বলে চালাচ্ছে। তাদের দাবি, খুব কম দামে তারা এত ভালো শাড়ি বিক্রি করছে! নামি ই-কমার্স সংস্থা বলে ক্রেতারাও চোখ বুজে বিশ্বাস করছেন। এটা কী করে মেনে নেব? ঐন্দ্রিলা বলেন, প্রায়ই নানান ফোন পান তিনি। কথা বলে বুঝতে পারেন, প্রত্যেকটি ফোন প্রতারণার। শাড়ি বিক্রেতা সংস্থার সাইটে গিয়ে দেখেছেন, বলিউডের একাধিক তারকা অভিনেত্রীর ছবি একইভাবে ব্যবহার করেছেন তারা, যা প্রতারণার শামিল। তিনিও একইভাবে ব্যবহৃত হচ্ছেন, জানার পর এটা হতে দিতে পারেন না তিনি। মূলত এ কারণেই আইনি ব্যবস্থা নেবেন তিনি।