দেশীয় চলচ্চিত্রের গস্ন্যামারকন্যা ইয়ামিন হক ববি। দীর্ঘ বিরতির পর কিছুদিন আগে 'বউ' নামে একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানান এ নায়িকা। এটি পরিচালনা করছেন কে এ নিলয়। এতে ববির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব। সম্প্রতি ববি যুক্ত হলেন আরও একটি নতুন সিনেমায়। নাম 'তছনছ'। পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এতে তিনি মুন্না খানের সঙ্গে জুটি বাঁধছেন। এ অভিনেতার ক্যারিয়ারে মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে। এদিকে মাঝে অভিনয় থেকে দূরে গিয়ে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ববি। ঠিকমতো কাজে ফোকাস করতে পারছিলেন না। এবার পরপর দুটি সিনেমায় যুক্ত হয়েছেন। অভিনয়ে ফের ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন এ নায়িকা। দীর্ঘ ক্যারিয়ারে নিজের অবস্থান এখনো পাকাপোক্ত করতে পারেননি। তবে এবার আশাবাদী, নতুন দুই সিনেমা দিয়ে পড়ে যাওয়া ক্যারিয়ারে তিনি ঘুরে দাঁড়াবেন। বলা যায়, নতুন সিনেমা নিয়ে নতুন মিশনে নামছেন এ নায়িকা। প্রতিযোগিতার মাঠে নিজেকে আলাদাভাবে পরিচিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। নারীপ্রধান গল্পেই এখন পর্যন্ত ববিকে বেশি দেখা গিয়েছে। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া দুটি সিনেমাও নারীপ্রধান গল্পেই হতে যাচ্ছে জানিয়েছেন তিনি। তাই এদিকে বাড়তি একটি সুবিধা পাচ্ছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে ববি বলেন, 'আমার ইচ্ছে ছিল নারীপ্রধান গল্পেই সব সময় কাজ করার। অবশেষে সফল হয়েছি বলে মনে হচ্ছে। এখন যে সিনেমাগুলোর প্রস্তাব আসছে তার বেশিরভাগই নারীকেন্দ্রিক।' 'তছনছ' সিনেমা প্রসঙ্গে ববি বলেন, বদিউল আলম খোকন ভাইয়ের সঙ্গে আমি আগেও কাজ করেছি। ভীষণ সিনেমাপাগল একজন মানুষ তিনি। আমাকে এই সিনেমায় যখন কাজটি করতে বললেন, না করতে পারিনি। মুন্না খানের অভিনয়ের ব্যাপারেও অনেকের কাছেই ভালো বলে শুনেছি। 'তছনছ' নামের মধ্যে অন্যরকম একটা অ্যাকশন আছে। দর্শক ভালো কিছুই পাবেন। এছাড়াও এ অভিনেত্রীর নজর রয়েছে ওটিটিতে। দুই বছর আগেই অবশ্য ওটিটিতে তার যাত্রা শুরু হয়। এ প্রসঙ্গে ববি বলেন, 'ওটিটিতে নিয়মিত কাজ করার ইচ্ছে আছে। কিন্তু সিনেমার শিল্পীদের সেভাবে কাজে ডাকা হয় না। হয়তো তারা মনে করেন আমাদের পারিশ্রমিক আকাশচুম্বী। এটা কিন্তু ভুল। আমরা তো কনটেন্টের বাজেট অনুযায়ীই পারিশ্রমিক নির্ধারণ করি। এ ভুল ধারণা ভাঙতে হবে। এসব তুচ্ছ কারণে আমাদের সঙ্গে ওটিটি নির্মাতাদের একটা দূরত্ব তৈরি হয়েছে।' ইয়ামিন হক ববি ২০১১ সালে একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে 'মিস এশিয়া প্যাসিফিক' নামে একটি পুরস্কার জিতে চলচ্চিত্রে আগমন করেন। তিনি 'খোঁজ দ্য সার্চ' ছবি দিয়ে চলচ্চিত্রজগতে আত্মপ্রকাশ করেন। ২০১৩ সালে ইফতেখার চৌধুরীর 'দেহরক্ষী', মালেক আফসারীর 'ফুল অ্যান্ড ফাইনাল' ও রাজু চৌধুরীর 'ইঞ্চি ইঞ্চি প্রেম' ছবিতে অভিনয় করেন। এছাড়া 'অ্যাকশন জেসমিন' ছবিতে তাকে দ্বৈত চরিত্রে এবং শাকিব খানের প্রযোজিত প্রথম ছবি 'হিরো দ্য সুপার স্টার' ছবিতে দেখা যায়। ২০১৮ সালে তিনি প্রযোজনায় নাম লেখান এবং তার নিজের প্রযোজিত নারী সুপারহিরো ভিত্তিক ছবি 'বিজলী'তে অভিনয় করেন। পরের বছর তিনি শাকিব খানের বিপরীতে 'নোলক' ছবিতে অভিনয় করেন। ববি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা 'ময়ূরাক্ষী'। চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি। এ সিনেমা নিয়ে হতাশার কথাও গণমাধ্যমকে তখন জানিয়েছিলেন ববি। সিনেমায় অভিনীত চরিত্রের ব্যপ্তি নিয়ে হতাশ কি না- এমন প্রশ্নের জবাবে ববি বলেছিলেন, 'শুধু আমি নই, দর্শকও হতাশ। অনেক দর্শকই বলেছেন আমার চরিত্রটির আরও ব্যাপ্তি প্রয়োজন ছিল। এটা তো একজন সিনেমার নায়িকার গল্প নিয়ে বানানো সিনেমা। অথচ সেই নায়িকার চরিত্রটিই ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি। গল্পটা যাকে নিয়ে, তাকেই যদি পর্দায় এস্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়।' ছবির ব্যর্থতাকে কেন্দ্র করে নির্মাতার সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়ে ছিলেন এই নায়িকা।