ভারতের দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু নিয়ম মেনে চলছিলেন। শুরুর সিনেমাগুলোতে তাকে চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে আপত্তি ছিল তামান্নার। ক্যারিয়ারের ১৮ বছর এই নিয়মে কাটিয়ে ছক ভেঙেছেন তামান্না। শেষ পর্যন্ত পর্দায় আবেদনময়ী রূপে হাজির হয়েছেন। আলোচনায় উঠে এসেছে তার নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চর্চা বেড়েছে। ওয়েব সিরিজ 'জি করদা' ও ওয়েব সিনেমা 'লাস্ট স্টোরিজ ২'-তামান্না অন্তরঙ্গ দৃশ্য আলোচনার জন্ম দেয়। ১৮ বছরের নিয়ম ভেঙে পর্দায় চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি।
চলতি বছর 'স্ত্রী ২' সিনেমায় তামান্না ভাটিয়ার আইটেম গান 'আজ কী রাত' রীতিমতো ঝড় তুলেছিল। এই গানটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্নাকে প্রশ্ন করা হয়, যদি কোনো আন্তর্জাতিক সিনেমাতে শৈল্পিকভাবে নগ্ন দৃশ্য তুলে ধরা হয়, তাহলে কি রাজি হবেন- সেই প্রশ্ন শুনে কিছুটা ভেবে তামান্না বলেন, 'পর্দায় নগ্ন হওয়ার প্রশ্নই আসে না। তবে আমি বলতে চাইছি আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে করা যেতে পারে।' সেখানে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে কোনো আপত্তি নেই। সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্নার সিনেমা 'সিকন্দর কা মুকদ্দর'। আবেদনময়ী তামান্না সিকন্দর কা মুকদ্দর সিনেমাতে পুরোপুরি গস্ন্যামারহীন চরিত্র রূপায়ণ করেছেন।