শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পরিণীতি চোপড়ার জীবনে সেরা সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পরিণীতি চোপড়ার জীবনে সেরা সিদ্ধান্ত
পরিণীতি চোপড়ার জীবনে সেরা সিদ্ধান্ত

পরিণীতি চোপড়াকে শেষবারের মতো দেখা গিয়েছিল 'অমর সিং চামকিলা' সিনেমায়। সেখানে তার সহশিল্পী ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। আপনি কি জানেন, রনবীর কাপুর অভিনীত বস্নকবাস্টার হিট 'অ্যানিমেল' সিনেমাটি প্রত্যাখ্যান করে পরিণীতি সাইন করেছিলেন 'অমর সিং চামকিলা'!

অভিনেত্রী এখনো মনে করেন, এটি ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। সম্প্রতি রজত শর্মার 'শো আপ কি আদালত'-এ একটি সাক্ষাৎকারে পরিণীতি চোপড়া এসব কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রায় একই সময়ে দু'টি সিনেমার প্রস্তাব আসে তার কাছে। কোন সিনেমাটি তার করা উচিত, তা নিয়ে ভেবেছিলেন তিনি। তার মন সায় দেয় 'অমর সিং চামকিলা' সিনেমার প্রতি। পরিণীতি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন। তিনি এখনো বিশ্বাস করেন, ভালো পথটিই বেছে নিয়েছিলেন এবং এটি ছিল তার সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলোর একটি।

'অ্যানিমেল' সিনেমায় 'গীতাঞ্জলি' চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিলেন পরিণীতি। ঠিক সেই সময় 'অমর সিং চামকিলা'র প্রস্তাব আসে এবং পরিণীতি তার সিদ্ধান্ত পাল্টান। পরিণীতি অকপটে বলেন, এ আর রহমান এবং ইমতিয়াজ আলীর সঙ্গে কাজ করার লোভ এবং তার গানের প্রতিভা দেখানোর সুযোগ তিনি হারাতে চাননি। একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সিদ্ধান্ত নিতে। সিনেমাটি তার ক্যারিয়ারে অপরিমেয় ভালোবাসা, সম্মান এবং সমালোচকদের প্রশংসা নিয়ে আসে। এ কারণেই পরিণীতি বিশ্বাস করেন, সিদ্ধান্তটি ছিল যুগান্তকারী এবং তার ক্যারিয়ারের জন্য সর্বশ্রেষ্ঠ।

পরিণীতি চোপড়া সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নস্টালজিক মুহূর্ত শেয়ার করেছেন। অমর সিং চামকিলা এবং অমরজোত কৌরের 'পেহলে লালকারে' লাইভ গান পরিবেশন করার একটি ক্লিপ শেয়ার করেছেন তিনি। গোলাপি হার্ট ইমোজি দিয়ে প্রশংসা করেছেন। পোস্টটি তার সহ-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং পরিচালক ইমতিয়াজ আলীকে ট্যাগ করেছেন পরিণীতি। সিনেমাটির সিকু্যয়েল করার পরামর্শ দিয়েছেন ইমতিয়াজকে।

'অমর সিং চামকিলা' ছিল ওটিটিতে করা ইমতিয়াজ আলীর প্রথম সিনেমা। এখানে দিলজিৎ দোসাঞ্জ, অমর সিং চামকিলা এবং তার স্ত্রী অমরজাত কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে পরিণীতি চোপড়াকে একজন গায়িকা হিসেবে দেখা যায়। আত্মজীবনীমূলক কাজটি আইকনিক পাঞ্জাবি গায়ক 'অমর সিং চামকিলা'র গল্পকে জীবন্ত করে তোলে। অমর সিং চামকিলাকে বলা হয় পাঞ্জাবের 'এলভিস প্রিসলি'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে