শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঘোষণা নয়, আমি রিলিজ হিরো

বাপ্পি চৌধুরী
বিনোদন রিপোর্ট
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঘোষণা নয়, আমি রিলিজ হিরো
ঘোষণা নয়, আমি রিলিজ হিরো

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী। জাজ মালটিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্যারিয়ারে ভাটা পড়ে এই নায়কের। দীর্ঘ বিরতির পর আগামী শুক্রবার বাপ্পি চৌধুরীর 'ডেঞ্জার জোন' নামের একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার মুক্তিকে সামনে রেখে সোমবার মগবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাসংশ্লিষ্টরা। এতে সিনেমার পরিচালক বেলাল সানিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি বলেন, আমি ঘোষণার হিরো না, আমার সিনেমা মুক্তি পায়, আমি রিলিজ হিরো। যদি ঘোষণার নায়ক হতাম তাহলে ১২ মাসে ৩০টা সিনেমায় অভিনয় করতে পারতাম।

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাচ্ছে এই বিষয়ে বাপ্পি বলেন, যাদের সিনেমা মানুষ দেখে তারা ওই কাজটা ছাড়তে পারবে না। আমিও তাই। ভালো একটা কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই।

'ডেঞ্জার জোন' সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি থ্রিলার হরর সিনেমা। যখন সিনেমার শুটিং শুরু হয় ওই সময় বাংলাদেশে হরর নাম নিশানা হয়নি। পরবর্তীতে বাংলাদেশে অনেকে হরর সিনেমা বানিয়েছে, এরমধ্যে অনেক ছবি কমেডি হয়ে গেছে। তবে আমাদের সিনেমা কমেডি হবে না। এটা দেখে দর্শক ভালো বললেই বের হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ সিনেমার শুটিং শুরু করেন এর পরিচালক বেলাল সানি। ছবিটিতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা জলি। আরও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে