চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী সনজিত আচার্য্য মারা গেছেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। চট্টগ্রামের আঞ্চলিক গানের আরেক জনপ্রিয় শিল্পী কল্যাণী ঘোষ সনজিত আচার্য্যের মৃতু্যর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে স্ট্রোক করলে সনজিত আচার্য্যকে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তার মৃতু্য হয়। সনজিত আচার্য্যকে চট্টগ্রামের আঞ্চলিক গানের 'মুকুটহীন রাজা' বলা হতো। 'বাঁশখালী মইশখালী/ পাল উড়াইয়া দিলে সাম্পান গুড়গুড়াই টানে/ আয় তোরা কন্ কন্ যাবি আঁরার সাম্পানে'সহ অনেক জনপ্রিয় গানের শিল্পী ছিলেন সনজিত আচার্য্য।
৭০ দশকের শেষদিকে সনজিতের আঞ্চলিক নাটক 'সাম্পানওয়ালা' নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন কিংবদন্তি সঙ্গীতস্রষ্টা প্রয়াত সত্য সাহা, যে ছবি গোটা দেশে আলোড়ন তুলেছিল। চট্টগ্রামের আঞ্চলিক গানে শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের কালজয়ী জুটির পর সনজিত আচার্য-কল্যাণী ঘোষ জুটিই হলো সবচেয়ে জনপ্রিয় জুটি। সনজিত-শেফালী, সনজিত-কল্যাণী এবং সনজিত-কান্তা নন্দীর দ্বৈতকণ্ঠে গাওয়া 'বাজান গিয়ে দইনর বিলত/ পাটি বিছাই দিয়ি্য বইও ঘরত...', বাঁশ ডুয়ার আড়ালত থাই/ আঁরারে ডাকর কিয়রলস্নাই...', 'গুরা গুরা হতা হই/ বাগানর আড়ালত বই/ পিরিতির দেবাইল্যা আঁরারে বানাইলা'সহ অনেক গান চিরসবুজ আঞ্চলিক গান হিসেবে পরিচিতি পেয়েছে।