নতুন গানে ভিন্নরূপে দেখা দিলেন নন্দিত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ। সম্প্রতি কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছেন এই শিল্পীর একক গান 'একলা দুনিয়া'। 'থাইকো তুমি আমার হইয়া, মনের পিঞ্জিরায়, জলে আগুন জলে আমার, একলা দুনিয়া'- এমন কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন বাঁধন ও মুজা। সুরও যৌথভাবে করেছেন মুজা ও হাবিব। সঙ্গীত প্রযোজনা করেছেন সঞ্জয়। গানের ভিডিওতে নিশাচর এক মুসাফিরের ভূমিকায় দেখা গেছে হাবিবকে। শুধু মিউজিক ভিডিওর চরিত্রই নয়, নিজস্বতায় ধরে রেখে গায়কীতেও নিজেকে আলাদাভাবে তুলে ধরছেন এই শিল্পী। এর আগেও নিরীক্ষাধর্মী অসংখ্য কাজ তুলে ধরেছেন হাবিব ওয়াহিদ। যার প্রায় সবাই ছিল নিজস্ব সুর ও সঙ্গীতায়োজনের গান।
'একলা দুনিয়া' গানের সুবাদে এবার অন্য সুরকারদের নিয়ে নিরীক্ষায় মেতে উঠতে দেখা গেল হাবিবকে। এ নিয়ে তিনি বলেন, 'অন্যের সুরে গাইতে বললে কখনো গাইব না, বিষয়টা এমন নয়। এর আগে অন্য সুরকারের সুরে পেস্নব্যাকও করেছি। আমার কথা হল- গান যদি ভালো লাগার মতো হয়, তাহলে গাইবো, এতে অনিচ্ছার কিছু নেই। সেই ভাবনা থেকেই মুজা ও সঞ্জয়ের সঙ্গে নতুন এই আয়োজন করা। এখন দেখার বিষয় এটাই যে, ভিন্ন স্বাদের এই আয়োজন শ্রোতারা কীভাবে গ্রহণ করছে। আমরা সব সময় নিজেদের সেরা কাজই তুলে ধরার চেষ্টা করি। এবারও চেষ্টার ত্রম্নটি রাখিনি। সে চেষ্টায় আমরা কতটা সফল, তার বিচারক এখন শ্রোতা। তারপরও আমাদের বিশ্বাস 'একলা দুনিয়া' গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে।'
এদিকে গান প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন হাবিব ওয়াহিদ। নিজের গানের বাইরেও তরুণ ও প্রতিভাবান শিল্পীদের জন্য সুর ও সঙ্গীতায়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত কয়েক বছরের বেশ কিছু প্রতিভাবান শিল্পীকে শ্রোতাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। যাদের অনেকেই সঙ্গীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন।