বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আলোচনায় প্রভার 'ভিআইপি জামাই'

বিনোদন রিপোর্ট
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আলোচনায় প্রভার 'ভিআইপি জামাই'

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা যাহের আলভী ও গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনীত 'ভিআইপি জামাই' নাটকটি দর্শকদের ভালোবাসায় মিলিয়ন ভিউ-এর মাইলফলক অতিক্রম করেছে। 'ভিআইপি' জামাই নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান আর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের তরুণ পরিচালক রাজ্জাক রাজ। পরিচালক রাজ্জাক রাজ বলেন, গল্পটা পুরাই রোমান্টিক কমেডি ধাঁচের। সাদিয়া জাহান প্রভার চরিত্রটি বাংলা সিনেমার নায়িকা শাবনুরের মতো। কখনো গাছে চড়ে, কখনো পানিতে ভেজে, কখনো আবার দুষ্টুমি-পাগলামী, আবার কখনো অনেক বেশি রোমান্টিক। আর যাহের আলভী দুবাই ফেরত প্রবাসী। দুবাইতে থাকা অবস্থায় মোবাইলের মাধ্যমেই তাদের দুইজনের বিয়ে হয়। আর আলভী দুবাই থেকে ফিরে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই ঘটতে থাকে মজার মজার ঘটনা। নাটকটিতে সবাই অনেক দুর্দান্ত অভিনয় করেছেন যোগ করেন নির্মাতা রাজ্জাক রাজ। উলেস্নখ্য, ভিআইপি জামাই নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হওয়ার পর এখন ইউটিউবে নাটকটি দেখতে পাচ্ছেন দর্শকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে