বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শুভ জন্মদিন বলিউড ভাইজান সালমান খান

বিনোদন ডেস্ক
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শুভ জন্মদিন বলিউড ভাইজান সালমান খান
শুভ জন্মদিন বলিউড ভাইজান সালমান খান

সালমান খান নামটি প্রায় তিন দশক ধরে বলিউডের জন্য সমার্থক শব্দ হয়ে উঠেছে। কারো কাছে তিনি সুপারস্টার, কারো আছে ভাইজান। অভিনেতা হিসেবে ৩৫ বছরের ক্যারিয়ারে সালমান খান শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার বেশিরভাগই বক্স অফিসে সফল হয়েছে। বলিউডের খানদের অন্যতম ত্রয়ী সালমান নিজেকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছেন। বছরের পর বছর ধরে বিশাল ফ্যানবেস ধরে রাখতে পেরেছেন। যদিও গত কয়েক বছর ধরে তিনি খুব আলোচনায় ছিলেন না। কারণ সর্বশেষ সিনেমাগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তবে, তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। সালমান খানের জন্ম সিনে পরিবারে। বাবা ছিলেন সেই সময়কার জনপ্রিয় চিত্রনাট্যকার। তাই বড় ছেলে হিসেবে তারও রূপালি জগতে আসাটা অনেকটা স্বাভাবিক ছিল। কিন্তু সেই স্বাভাবিক আগমনকে অস্বাভাবিক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ছুঁয়েছেন জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়া। 'স্টারডম' শব্দটাকে যেন নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি।

আজ সালমান খানের জন্মদিন। শুভ জন্মদিন ভাইজান। ১৯৬৫ সালে ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে জন্মগ্রহণ করেন সালমান। তার বাবা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান এবং মা সালমা খান। সালমানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। নিজেকে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষ বলেই পরিচয় দেন এ অভিনেতা। সালমানের সৎ মা অভিনেত্রী হেলেন। তার ভাই আরবাজ খান, সোহেল খান এবং বোন আলভিরা খান। এছাড়া অর্পিতা খান নামে তার একজন পালক বোন আছে।

1

সালমানের বলিউডে অভিষেক হয় ১৯৮৮সালে 'বিবি হো তো এহসি' সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এই সিনেমায় তিনি একটি গৌণ চরিত্রে অভিনয় করেন। এর পরের বছরই চিত্রপট পাল্টে যায়। ১৯৮৯ সালে সুরাজ বার্জাতিয়া পরিচালিত 'ম্যায়নে পেয়ার কিয়া' সিনেমায় অভিনয় করে দারুণ সাফল্য পান সালমান। সিনেমাটি সেই সময়কার সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে রেকর্ড করে। সেই সঙ্গে সালমানের হাতে চলে আসে শ্রেষ্ঠ নবাগত অভিনেতা ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। 'সাজন', 'হাম আপকে হ্যায় কৌন', 'করণ অর্জুন', 'জড়ুয়া', 'হাম দিল দে চুকে সানাম', 'হাম সাথ সাথ হ্যায়', 'তেরে নাম', 'জান-এ-মান', 'পার্টনার', 'দাবাং', 'এক থা টাইগার', 'ওয়ান্টেড', 'রেডি', 'বডিগার্ড', 'কিক', 'বজরঙ্গি ভাইজান', 'প্রেম রতন ধন পায়ো' ও 'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়', 'রেস থ্রি', 'ভারত'সহ অনেকগুলো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সালমান খান একটানা ১৫টি ১০০ কোটি আয় করা সিনেমা উপহার দিয়েছেন, যা বলিউডের ইতিহাসে আর কেউ করতে পারেননি। এছাড়া ৩০০ কোটির ক্লাবেও রয়েছে তার ৩টি সিনেমা।

বলিউডে শিল্পীদের টেনে তোলার কপিকলও বলা হয় সালমানকে। আয়ুশ শর্মা, ডেইজি শাহ, সোনাক্ষি সিনহা, সুরাজ পাঞ্চালি, আথিয়া শেঠি, জেরিন খান, স্নেহা উলস্নাল ও ভূমিকা চাওলার মতো তারকারা সালমানের হাত ধরেই উঠে এসেছেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া 'হ্যালো ব্রাদার' ছবিতে 'চান্দি কি ডাল পার' গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন সালমান। ২০১১ সালে মুক্তি পাওয়া বক্স অফিসে ঝড় তোলা ছবি 'বডিগার্ড'-এর টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। শুধু সিনেমা জগত নয়, টিভি পর্দায়ও সালমানের জনপ্রিয়তা তুঙ্গে। 'দশ কা দম', 'বিগ বস'-এর মতো তুমুল জনপ্রিয় অনুষ্ঠানগুলো তারই সঞ্চালিত। বছরের পর বছর ধরে এগুলো তিনি জনপ্রিয়তার সঙ্গে উপস্থাপনা করে আসছেন।

সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন সালমান। বাস্তব জীবনের পাশাপাশি ছবিতে অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে ব্রেসলেট খোলেন না তিনি। শুধু সালমানই নন, তার বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন তারা।

ব্যক্তিগত জীবনে সালমান খান এখনো সিঙ্গেল। তাকে বলা হয় বলিউডের 'মোস্ট এলিজেবল' ব্যাচেলর। বিয়ে না করলেও সালমান প্রেমে জড়িয়েছেন অনেকের সঙ্গেই। তার সেই সব প্রেম নিয়ে মেতেছিল বলিউড। ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানি, সোমি আলি, লুলিয়া ভান্টুর-দের সঙ্গে তার প্রেমের গল্প এগিয়েছিল। কিন্তু সেগুলো পৌঁছায়নি বিয়ে অবধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে