শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বছর শেষে মোশাররফ করিমের চমক

বিনোদন রিপোর্ট
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বছর শেষে মোশাররফ করিমের চমক
বছর শেষে মোশাররফ করিমের চমক

গত বছর ডিসেম্বরে 'মোবারকনামা' মুক্তির পর থেকে ওটিটিতে দেখা মিলছিল না মোশাররফ করিমের। প্রায় ১০ মাস পর অক্টোবর-নভেম্বরে 'আধুনিক বাংলা হোটেল' সিরিজ দিয়ে ফেরেন ওটিটিতে। এরপর একের পর এক ওটিটি কনটেন্ট নিয়ে মোশাররফ এখন আলোচনার কেন্দ্রে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনটি পস্ন্যাটফর্মে নতুন তিন কনটেন্ট নিয়ে হাজির অভিনেতা। ২৪ ডিসেম্বর রাতে চরকিতে এসেছে মোশাররফ অভিনীত '২ষ' সিরিজের 'ভাগ্য ভালো' পর্বটি। ভাইরাল হওয়া এক জ্যোতিষীর গল্প নিয়ে এটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। জ্যোতিষী মোশাররফ করিম অন্যের ভাগ্য গণনা করে। অথচ নিজের ভাগ্যটাই গুনে দেখতে পারে না। কেন পারে না? এমন প্রশ্নের মুখে দ্বন্দ্বে পড়ে যায় সে। আরও অভিনয় করেছেন জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। ভাগ্য ভালো নিয়ে মোশাররফ বলেন, 'গল্পটা শুনে আমার মনে হলো, কাজটি করতে হবে। একই সঙ্গে চ্যালেঞ্জও অনুভব করলাম। কারণ কাজটার ঢং একটু আলাদা। আমার চরিত্রটা জ্যোতিষীর, সে বস্তিতে থাকে। একসময় সে এমন একটা কাজের দিকে এগিয়ে যায়, যা তার করা নিষেধ।' এদিকে বৃহস্পতিবার ওটিটি পস্ন্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম 'অ-পুরুষ'। এতে মফস্বলের এক সাংবাদিক চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। গল্পে দেখা যাবে দুর্ঘটনায় মারা যায় মফস্বলের এক শ্রমিকনেতা। মেয়ে মায়ার সন্দেহ, তার বাবাকে খুন করা হয়েছে। বাবার মৃতু্যরহস্য খুঁজতে নামলে মায়াকে ধর্ষণ করে হত্যা করা হয়। পুরো ঘটনার পেছনের খবর প্রকাশ করতে মাঠে নামে স্থানীয় সাংবাদিক রাশেদ। তাকে সাহায্য করতে ঢাকা থেকে আসে মালিহা নামের আরেক সাংবাদিক। মায়ার খুনিদের খুঁজতে গিয়ে মালিহা জানতে পারে তার বাবাকেও খুন করা হয়েছে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। অ-পুরুষ সিনেমায় আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, সমু চৌধুরী, সামিয়া অথৈ প্রমুখ। যৌথভাবে পরিচালনা করেছেন জসিম মন ও তাইফুর জাহান আশিক। বছরের শেষ দিন বিঞ্জে মুক্তির কথা আছে মোশাররফ করিমের আরেক ওয়েব ফিল্ম 'অন্ধকারের গান'। থ্রিলার ঘরানার সিনেমাটি বানিয়েছেন ভিকি জাহেদ। এতে মোশাররফ অভিনয় করেছেন মুকুল চরিত্রে। স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠায়। শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল, তাকে বিয়ে করার কথাও ভাবে। প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে একসময় অন্ধকার জগতে জড়িয়ে যায় মুকুল। অন্যদিকে গ্রামে থাকা মুকুলের স্ত্রী রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। মানুষের পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারের গান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, জাকিয়া বারী মম, শাহনাজ সুমি, মনিরা মিঠু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে