শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশাহত আমির খান

বিনোদন ডেস্ক
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আশাহত আমির খান

প্রতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বসে অস্কারের আসর। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৯৭তম আসরের পুরস্কার। এরই মধ্যে ১৭ ডিসেম্বর ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবার আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিবেচিত হয়েছে ৮৫টি দেশের সিনেমা। গোল্ডেন লেডিকে হাতে তোলার জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ডকুমেন্টরি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, মিউজিক (আসল স্কোর), মিউজিক (আসল গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মসহ অন্যান্য বিভাগে অস্কার জেতার দৌড়ে কারা থাকবেন সেই তালিকাই প্রকাশ করল অ্যাকাডেমি কর্তৃপক্ষ। ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে মোট ১০৪টি ছবির মধ্যে ১৫টি সিনেমা বেছে নেওয়া হয়েছে। তবে হতাশার খবর হচ্ছে এবারও অস্কারে স্থান পেল না বাংলাদেশের 'বলী' এবং ভারতের 'লাপাতা লেডিজ' সিনেমা দুটি। 'লাপাতা লেডিজ' সিনেমাটি নিয়ে বড় আশা ছিল নির্মাতা আমির খানের। প্রত্যাশা বিশ্বমঞ্চে ভারতের 'গাঁয়ের বধূ'দের গল্প পাবে স্বীকৃতি। আপাতত সে স্বপ্ন অধরা মাধুরী। অস্কার দৌড় থেকে ছিটকে গেছে 'লাপাতা লেডিজ'। কিন্তু হাল ছাড়তে নারাজ ছবির আমির খান ও কিরণ রাও। অস্কারই শেষ কথা নয়, মনে করেন প্রযোজক-পরিচালক। শুধু পরিচালনা নয় আমির খান, জ্যোতি দেশপান্ডের পাশাপাশি 'লাপাতা লেডিজ' ছবির প্রযোজনাতেও অংশীদার কিরণ রাও। বুধবার গোটা টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিবৃতি দেন আমির খান। ছবির পোস্টার শেয়ার করে এই সুপারস্টার লিখেছেন, এবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ, তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও বটে।' এতদূর পৌঁছানোর জন্য অ্যাকাডেমির (অস্কার কমিটি) সদস্য ও ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জুরিদের ধন্যবাদ দেন কিরণ। একইসঙ্গে গোটা টিমের পক্ষ থেকে ছবির দর্শকদের ধন্যবাদ দেন তিনি। যে ১৫টি ছবি অস্কারের সেরা আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগোরিতে শর্টলিস্টেড হয়েছে তাদের শুভকামনা জানিয়ে কিরণ লেখেন, 'আমাদের কাছে এটাই শেষ কথা নয়, বরং একধাপ এগিয়ে যাওয়া। এমনভাবেই আমরা আরও বলিষ্ঠ গল্প নিয়ে আসব আর সারাবিশ্বের দর্শকদের তা জানাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে