শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্ব্যবহারের শিকার হানিয়া আমির

বিনোদন ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দুর্ব্যবহারের শিকার হানিয়া আমির
দুর্ব্যবহারের শিকার হানিয়া আমির

যুক্তরাষ্ট্রের ডালাসে ভক্তদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিটিং-এর অনুষ্ঠান শেষ না হতেই চলে গিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তার এমন আচরণ ভক্তদের হতাশ ও বিভ্রান্ত করেছে। তবে আকস্মিকভাবে চলে যাওয়ার ব্যাপারে মুখ খুলেছেন এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করা স্টোরিতে হানিয়া আমির এক আয়োজকের বিরুদ্ধে তাকে ও তার ম্যানেজার মাইদা আজমতকে গালিগালাজ করার অভিযোগ করেছেন। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হানিয়া লিখেছেন, 'এটা সবারই জানা আমি আমার ভক্তদের ভালোবাসি এবং সম্মান করি। ডালাস ইভেন্টে যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী এভাবে হঠাৎ সবকিছু বন্ধ করার জন্য।' অভিনেত্রীর অভিযোগ, সেদিন ভিড়ের মধ্যেও সবাই তার ছবি তুলছিলেন এবং ভিডিও করছিলেন। সেই সময় তিনি শুনতে পান অনুষ্ঠানের একজন আয়োজক তার ম্যানেজারকে গালাগাল করছেন। কী কারণে এমন দুর্ব্যবহার? সেটা জানতে ছুটে গিয়েছিলেন হানিয়া। তাই মন খারাপ করে ব্যাকস্টেজে চলে গিয়েছিলেন বলে জানান পাকিস্তানি এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে হানিয়া আমির জোর দিয়ে বলেন, অন্যকে অসম্মান করার অধিকার কারও নেই, বিশেষ করে পেশাদার পরিবেশে। তিনি বলেন, 'আমরা নারীরা পুরুষশাসিত ক্ষেত্রে আছি তার মানে এই নয় যে, আপনি কোনো কিছু থেকে পার পেয়ে যেতে পারবেন। আমরা নিজেরাই নিজেদের অবস্থান নেব।' এ পোস্টের পর পরই হানিয়া আমিরের সহকর্মীরা তার প্রতি সংহতি প্রকাশ করেন। ইয়াশমা গিল, মায়া আলি এবং নাবিল কুরেশিসহ আরও অনেক সেলিব্রেটি আমিরের পোস্টটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করে দুর্ব্যবহারের নিন্দা জানিয়েছেন। আয়োজকদের আচরণের সমালোচনা করে গিল বলেন, কোনো ইন্ডাস্ট্রিতেই অসম্মানের স্থান নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে