বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

প্রথমবার নারীকেন্দ্রিক সিনেমায় সাই পলস্নবী

বিনোদন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রথমবার নারীকেন্দ্রিক সিনেমায় সাই পলস্নবী
প্রথমবার নারীকেন্দ্রিক সিনেমায় সাই পলস্নবী

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সাই পলস্নবী ইতোমধ্যে তার অভিনয় দক্ষতা দিয়ে সুখ্যাতি অর্জন করেছেন। তাই তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষ আছেন এ অভিনেত্রী। তিনি সাধারণত চরিত্র ও গল্প বেছে বেছে কাজ করেন। সে জন্য কাজের সংখ্যা কম হলেও চরিত্রগুণে অভিনয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এবার অভিনেত্রী প্রথমবারের মতো একটি নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করতে চলেছেন। পিঙ্কভিলা সূত্র জানিয়েছে, অভিনেত্রী সাই পলস্নবী একটি আকর্ষণীয় গল্প পছন্দ করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন লেখক কার্তিক থিদা। বর্তমানে ছবিটি নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয়, তবে এটি হবে সাই পলস্নবীর প্রথম নারীকেন্দ্রিক সিনেমা। আর সাই পলস্নবী গল্পটি পছন্দ করেছেন। তাই কাজ করতে উন্মুখ হয়ে আছেন বলে জানান অভিনেত্রী। নারীকেন্দ্রিক এ ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন চন্দু মন্দেতি। এর শুটিং শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

উলেস্নখ্য, এর আগে অভিনেত্রী সাই পলস্নবী তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন 'অমরণ' ছবিতে। এখানে তিনি ইন্দু রেবেকা ভার্গিসের চরিত্রে অভিনয় করেছিলেন। ভারতীয় সেনাবাহিনীর অফিসার মুকুন্দানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন সাই। এ সিনেমাটি দিয়ে বেশ প্রশংসিত হন তিনি।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে