বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

'গান্ধারি' নিয়ে ব্যস্ত তাপসী পান্নু

বিনোদন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
'গান্ধারি' নিয়ে ব্যস্ত তাপসী পান্নু
'গান্ধারি' নিয়ে ব্যস্ত তাপসী পান্নু

বলিউডে ১১ বছর কাটিয়ে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বি-টাউনে দীর্ঘ এ পথচলায় এই অভিনেত্রী চলচ্চিত্রের পাশাপাশি আলোচনায় থাকেন তার নানা বক্তব্যের কারণে। তবে বলিউডে বহিরাগত হিসেবে তাপসীর প্রবেশ হলেও, কারও সহযোগিতা ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বি-টাউনে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। বর্তমানে গান্ধারি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে তাপসী পান্নু তার নারীকেন্দ্রিক চরিত্রগুলোর মাধ্যমে নিজেকে এক অদ্বিতীয় রানি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দেখিয়েছেন যে একজন প্রধান অভিনেত্রী হওয়ার মানে কী। পিঙ্ক, থাপ্পড়, বদলা এবং নাম শাবানা-এর মতো চলচ্চিত্রগুলোতে তার পারফরম্যান্স এটি প্রমাণ করেছে যে, তিনি শুধু বিনোদন দিতেই সক্ষম নন বরং তার অভিনয় দর্শকের চিন্তাতেও বেশ প্রভাব ফেলে। এ ছাড়া নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত থ্রিলার মিস্ট্রি সিনেমা 'হাসিন দিলরুবা'তে তার অভিনয়ের বহুমুখিতা লক্ষ করা যায়।

1

বর্তমানে তাপসী তার পরবর্তী চলচ্চিত্র 'গান্ধারি'র শুটিং করছেন। সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা। এতে এক মাকে দেখা যাবে তার অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য নিরন্তর প্রচেষ্টা করতে এবং তার এ কষ্টকর যাত্রার মাঝে প্রতিশোধ ও মুক্তির বিষয়গুলো সিনেমায় ফুটে উঠবে। তবে নির্মাতা দেবাশীষ মাখিজা সিনেমার চরিত্রগুলোর তথ্য গোপন রেখেছেন। তাপসী কোন চরিত্রে অভিনয় করছেন এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিনেমাটির মুক্তির তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। তবে ২০২৫ সালেই মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে