রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এখন সম্পর্ক টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ :সোহিনী

বিনোদন ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
এখন সম্পর্ক টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ :সোহিনী
এখন সম্পর্ক টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ :সোহিনী

সোহিনী সরকারের জীবনে প্রেম এসেছে বেশ কয়েকবার। ভেঙেও গেছে। শেষ অবধি এই টলিউড অভিনেত্রী থিতু হয়েছেন সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলীকে বিয়ে করে। সোহিনীর মতে, বর্তমানে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখাই মুশকিল। আর সেটা যদি হয় প্রেম কিংবা বিয়ের, তাহলে সেটি আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী বলেন, 'এখন সম্পর্কটা টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ। প্রথমত, সোশ্যাল মিডিয়া একটা চাপ তৈরি করে। চারপাশে এত সম্পর্ক ভেঙেছে। আমার নিজেরও ভেঙেছে। সেই মন খারাপটা সামলানো খুব শক্ত। আমরা যেহেতু পরিচিত মুখ তাই ওই মন খারাপের মধ্যেও নানান লোক, নানান কথা বলবে। সেই ট্রোলিং সামলাবো নাকি নিজেকে সামলাবো! অনেকেই মজা করে বলেন, একটা ভেঙেছে আরেকটা হবে। তবে বিষয়টা এমন নয়।'

এরপর সোহিনী বলেন, একটা বয়সের পর সবাই থিতু হতে চায়। এমনকি এমন দম্পতিও দেখেছি যাদের দেখে আইডিয়াল মনে হতো, সেই সম্পর্কও অনেক সময় ভেঙে গিয়েছে। তখন আরও বেশি মনে হয়, সম্পর্কটা টিকিয়ে রাখতেই হবে।' তবে সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে যতই আঘাত পান, পুরনো প্রেমে ফিরে যাবেন না সোহিনী। এ বিষয়ে তিনি বলেন, 'কাজের সূত্রে বন্ধুত্ব থাকতে পারে, কথাও হতে পারে, তবে আমার কাছে ওই চ্যাপ্টরটা শেষ মানে শেষ। আমার কিছু বন্ধুর ক্ষেত্রে এটা হয়েছে যে বর্তমান সম্পর্ক খারাপ হওয়ায় পুরনো সম্পর্কে ফেরত যেতে ইচ্ছে করেছে, তবে আমার ক্ষেত্রে সেটা কখনো ঘটেনি।'

উলেস্নখ্য, বিক্রম চ্যাটার্জির সঙ্গে 'অমরসঙ্গী' সিনেমায় খুব শিগগিরই দেখা যাবে সোহিনীকে। এছাড়াও 'রান্নাবাটি' সিনেমায় ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটিবেঁধে অভিনয় করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে