শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পূজার নতুন গান 'এক জনমে হাজার মরণ'

বিনোদন রিপোর্ট
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
পূজার নতুন গান 'এক জনমে হাজার মরণ'
পূজার নতুন গান 'এক জনমে হাজার মরণ'

নতুন একটি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। 'এক জনমে হাজার মরণ' শিরোনামে ফোক ফিউশন ধারার গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। অদিত ফিচারিং পূজার নতুন এই গানটি আগামী ৫ ফেব্রম্নয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির।

পূজা বলেন, 'গানটির গায়কীতে বেশ নতুনত্ব আছে। দর্শক এই সময়ে যে ধরনের গান শুনতে চান এটি তেমনই। ফোক গান আগেও গেয়েছি। কিন্তু এ ধরনের ফোক ফিউশন গাওয়া হয়নি। ভিডিওতেও একেবারে অন্যরকমভাবে আমাকে পাওয়া যাবে। কয়েক দিন আগে এফডিসিতে গানটির ভিডিওর শুটিং হয়েছে। গানটি আমার জন্য বিশেষ একটা গান। আশা করি, শ্রোতারা গানটা পছন্দ করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে