বিএনপির অঙ্গসংগঠন মৎস্যজীবী দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ শাহ আলমকে এবং সদস্যসচিব করা হয়েছে কে এম সোহেল রানাকে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির এ তথ্য জানানো হয়।
ঘোষিত এ কমিটিতে ২৭ জনকে যুগ্ম আহ্বায়ক এবং অন্যদেরকে সদস্য করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই ইউনিটের সব থানা কমিটি করে সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৎস্যজীবী দলের সংখ্যাগরিষ্ঠ যুগ্ম আহ্বায়কদের সুপারিশক্রমে সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব এ কমিটির অনুমোদন দেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd