বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

যাযাদি ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
কাজ করছেন কয়েকজন প্রবাসী শ্রমিক -ফাইল ছবি

প্রায় ৩ বছর পর ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা দেয়।

জানা গেছে, একাধিক আলোচনার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) সই করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। সমঝোতা স্মারক সইরের পরপরই বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদমন্ত্রী এম সারাভানান।

২০১৮ সাল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে। এবার নতুন করে কর্মী নিয়োগে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি সইয়ের পর বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি খনন, নির্মাণ খাত এবং গৃহকর্মী নেওয়া হবে।

মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এম সারাভানান জানিয়েছেন, আগে কেবল বৃক্ষ রোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগে মন্ত্রিসভা সম্মতি দিলেও এবার সব খাতের জন্যই বিদেশি শ্রমিক নিয়োগে সম্মতি এসেছে।

শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী আরও জানান, নিরাপত্তা পদক্ষেপ বিবেচনায় তার মন্ত্রণালয় দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ করবে।

এ ছাড়া নিয়োগকর্তার বোঝা থেকে মুক্তি দেওয়ার জন্য মন্ত্রিসভা ১ জানুয়ারি থেকে ১ জুলাই, ২০২২ পর্যন্ত বহু-স্তরীয় লেভি (মাল্টি-টায়ার লেভি) বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে প্রায় দুই বছর ধরে বিদেশিকর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রেখেছে মালয়েশিয়া। যদিও বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার বন্ধ রয়েছে তিন বছরেরও বেশি সময় ধরে।

চলতি মাসেই দু'দেশের মধ্যে কর্মী-সংক্রান্ত এমওইউ সই হওয়ার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় আর কোনো বাধা থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে