শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে

শান্তি সমাবেশে ওবায়দুল কাদের
যাযাদি ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
শনিবার রাজধানীর উত্তরায় আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের -স্টার মেইল

বিএনপির পদযাত্রাকে 'মরণযাত্রা' মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপির সব পদযাত্রা এখন পেছন যাত্রায় পরিণত হয়েছে। আমি বলি এটা মরণযাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনেও তাদের মরণ হবে, রাজনৈতিক মরণ।'

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এ দিন সকাল সাড়ে ১০টায় উত্তরার আমির কমপেস্নক্সের সামনে সমাবেশ শুরু হয়। সকাল ১০টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তাদের কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন দেখা যায়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলটির সভাপতিমন্ডলীর সদস্য মোফজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দুপুরে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, 'এত লাফালাফি, এত ছোটাছুটি। এত লোটাকম্বল, কাঁথা-বালিশ। সমাবেশ হলে সাত দিন ধরে সমাবেশস্থলে জড়ো হয়, শুয়ে পড়ে, পাতিলের পর পাতিল খাবার রান্না হয়-

কোথায় গেল সেই দিন। কোথায় গেল লালকার্ড, গণ-অভু্যত্থান। তাদের গণজোয়ারে এখন ভাটার টান পড়েছে।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'তারা (বিএনপি) বলে ৫৪ দল। আবার বলে ১০ দফা। আবার বলে রাষ্ট্র মেরামতের ২৭ দফা। আবার দেখলাম সমমনাদের ১৪ দফা। মোট ৫১ দফা। আন্দোলন চলছে, দল ৫৪টা। সব জগাখিচুড়ি, ঐক্যদল জগাখিচুড়ি। এই দেশে ঐক্যদলের কর্মসূচি কোনো দিনও সফল হবে না।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আওয়ামী লীগ পালানোর দল নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে সবকিছু মোকাবিলা করবে।

৫৪ দল ষড়যন্ত্রে ব্যস্ত: মায়া

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, 'আওয়ামী লীগ মানুষের পাশে আছে আর ৫৪ দল ষড়যন্ত্রে ব্যস্ত।'

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, 'আজকে আমরা যখন এখানে শীতবস্ত্র বিতরণ করছি ঠিক সে সময় বিএনপি-জামায়াতের নেতৃত্বে ৫৪টি দল ষড়যন্ত্রে লিপ্ত। আমরা মানুষের পাশে, তারা ষড়যন্ত্রের পাশে; কী করে শেখ হাসিনা ও সরকারকে হটানো যায়। আমরা পরিষ্কার বলতে চাই, ষড়যন্ত্র-আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগ সরকারকে কোনো দিন হটাতে পারবেন না। আমরা রাজপথ আছি। রাজপথে ছিলাম-থাকব। যদি সন্ত্রাস-আগুন সন্ত্রাস, মানুষ হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তার জবাব আমরা দেব।'

নির্বাচনে অংশ নিয়ে

জনপ্রিয়তা যাচাই

করুন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবার রাস্তায় নেমেছে। আমরা বার বার বলেছি, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আপনাদের (বিএনপি) যদি জনগণের ওপর আস্থা থাকে আসুন, নির্বাচনে অংশ নিন। নির্বাচনে অংশ নিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। কিন্তু নির্বাচনে তারা (বিএনপি) যাবে না। বিএনপি-জামায়াত এই অশুভ শক্তি তারা আসলে নির্বাচন চায় না। তারা জানে, জনগণ কখনো তাদের ক্ষমতায় আনবে না।

এাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল, আওয়ামী লীগ এ দেশের মানুষের বিপদে-আপদে, দুর্যোগে, সুখে, দুঃখে সবসময় মানুষের পাশে থাকে, সেটা বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে উন্নয়ন ও অগ্রগতিতে নিয়ে গেছেন। বাংলাদেশ একটা উন্নয়ন রাষ্ট্রের মাইলফলক করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, এ দেশে আরেকটি রাজনৈতিক দল আছে, যারা ইতোমধ্যে ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, যাদের জন্ম ক্যান্টনমেন্টে, যারা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, সেই স্বাধীনতাবিরোধী এবং ৭৫-এ যাদের জন্ম হয়েছিল, বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যাদের উত্থান হয়েছিল, সেই অপশক্তি, যারা রাষ্ট্রক্ষমতা দখল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল তারা এখন দেশের উন্নয়ন অগ্রগতির বাধা হিসেবে দাঁড়িয়েছে। তারা দেশের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন নির্বাচনকে বানচাল করার, আগামীতে নির্বাচন না হয়ে যেন কোনো অশুভ শক্তির তৎপরতা মাধ্যমে এ দেশে রাষ্ট্রক্ষমতা পরিচালিত হয় সেটাই তাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে তারা রাজপথে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তি। যারা দেশের উন্নয়ন বিরোধী তাদের রাজপথে মোকাবিলা করে, তাদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগকে নৌকার বিজয় অর্জন করে রাষ্ট্রক্ষমতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক সবার অঙ্গীকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে