বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডামুড্যায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ১৫:১৮
ডামুড্যায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবি-যায়যায়দিন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় সময় ডামুড্যা উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

1

সভায় বক্তারা বলেন, ডামুড্যা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিশেষ করে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং সহ নানা অপরাধমূলক কার্যকলাপ রোধে উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল সচেতন মানুষকে এক সঙ্গে কাজ করার আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক বলেন, ডামুড্যা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের স্ব-স্ব জায়গা থেকে পুলিশ বাহিনীকে সর্বপ্রকার সহায়তা করার জন্য অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ্ আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব বসু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওবায়দুর রহমান, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ পরিমল কৃষ্ণ পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে