বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের শাহাদত বার্ষিকী আজ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরের প্রথম শহীদ লুৎফর রহমান ছিলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধাদের প্রেরণা। এই শহীদ বীর মুক্তিযোদ্ধার ৫১তম শাহাদতবার্ষিকী আজ।

তার শাহাদতবার্ষিকী প্রতি বছরের মতো এবারও পালন করতে যাচ্ছে ফুলবাড়ী সাহিত্য পরিষদ ও স্থানীয় সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা।

এ উপলক্ষে কর্মসূচিতে থাকছে দুপুরে ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে থাকা শহীদ লুৎফর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ, জোহরের নামাজ শেষে তার কবরের পাশে সুরা ফাতিহা পাঠ ও দোয়া, সন্ধ্যায় ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

এতে উপস্থিত থাকবেন শহীদ লুৎফর রহমানের সাথী মুক্তিযোদ্ধারা, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর লেখক কবিরা ও স্থানীয় সাংবাদিক সংগঠনের সাংবাদিকরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোমবার শহীদ লুৎফর রহমানের কবরটি ধোয়া-মোছার কাজ করেন ফুলবাড়ী উপজেলার শ্রমিক মনছুর আলী। তিনি জানান, দেশটা স্বাধীন করার জন্য পাক সেনাদের গুলিতে মারা গেছেন লুৎফর রহমান। তার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি শহীদ লুৎফর রহমানের কবরটি নিয়মিত ধোয়া-মোছার কাজ করে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে