বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে : শাবনূর

বিনোদন রিপোর্ট
  ১৪ মে ২০২৫, ১২:২১
ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে : শাবনূর
নায়িকা শাবনূর

এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

সেখানকার ল্যাকেম্বার একটি রাস্তায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন এই অভিনেত্রী। অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে যায়। পরে জানা যায়, পায়ের টিস্যুর ক্ষতি হয়েছে। এখন পায়ে প্লাস্টার আর হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে।

1

শাবনূর বলেন, ‘ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখব না।’

তিনি জানান, গত শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এরপর পায়ের প্লাস্টার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি ছোটবোন ঝুমুরের বাসায় আছেন।

শাবনূরের কথায়, ‘আমি মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয়, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।’

উল্লেখ্য, শাবনূর ১৯৯৩ সালে নির্মাতা-পরিচালক প্রয়াত এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মোল্লাবাড়ির বউ’ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে