বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ

যাযাদি ডেস্ক
  ১৪ মে ২০২৫, ১২:৪৮
মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে বিক্ষোভ।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘ঢাকা দক্ষিণ সিটির সাধারণ নাগরিক’-এর ব্যানারে কয়েকশ মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আজ বুধবার (১৪ মে) সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে তারা অবস্থান নেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সচিবালয়ে আগুন লাগার পর থেকে নগর ভবন থেকে এলজিআরডি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

1

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গুলিস্তান এলাকায় নগর ভবনের সামনে সকাল সাড়ে ৮টা থেকেই লোকজন আসতে শুরু করেন। তারা শপথ পড়িয়ে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন।

২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা দেয়।

বিক্ষোভকারীরা জানান, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়নি। তাই তারা আজ বিক্ষোভ করছেন। তারা জানান, দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চলবে এবং তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে