বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কোম্পানিগঞ্জে শিক্ষক পরিবারের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১২:২৩
কোম্পানিগঞ্জে শিক্ষক পরিবারের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর কোম্পানিগঞ্জে উপজেলার চরপার্বতীপুর গ্রামের ৪নং ওয়ার্ডের আশ্রাফ বেপারী বাড়ির ডেফোডিল ইনস্টিটিউটের আইটি শিক্ষক সাইদুর রহমান রান্নাঘরে আগুন দেয় একদল দুর্বৃত্ত।

সোমবার ভোর রাতে সাইদুর রহমান শিক্ষকের বসতঘরের পাশে রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়েছে,যাতে বসতঘরও পোড়া যায়। লোকজন টের পেয়ে আগুন নিভায়। প্রতিপক্ষের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।

1

স্থানীয় লোকজন ও মামলার অভিযোগে জানা যায়, পাশের ঘরের আবুল কালাম গং দীর্ঘদিন ধরে জমি জমা গাছ গাছালি জোরপূর্বক ভোগদখল করে আসছে। মৃত. ওয়াহিদুর রহমান মিয়ার ছেলে ডোফোডিল ইনস্টিটিউটের আইটি শিক্ষক, সাইদুর রহমান তার অসুস্থ মা ফেরদৌস আরা বেগমকে নিয়ে ঢাকায় থাকেন। সাইদুর রহমানের বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগাতে থাকে পাশের এক ভূমিদস্যু জালিয়াত চক্রের হোতা নিষিদ্ধ সংগঠনের পাতি নেতা আবুল কালাম গং। তারা এ শিক্ষক পরিবারের ওপর চরম অমানুষিক নির্যাতন করে আসছে দীর্ঘদিন থেকে। তাকে থামানোর শক্তি সামর্থ্য যেন সমাজপতিদের নেই। তার বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় গত ২৯ /৯/২৩ সালে জিডি নং ১৬৯৪ দায়ের করা হয়েছে। এটি বর্তমানে এনজিআর ০২ /২০২৪ মাইজদী কোর্টে চলমান রয়েছে। এরই মধ্যে গতকাল আরো একটি ঘটনার সুত্রপাত ঘটায়। জনবলের দোহাই দিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ সমাজের লোকজনকে তোয়াক্কা না করে পেশী শক্তি দিয়ে একটি নিরীহ পরিবারকে জিম্মি করে রেখেছে। এর প্রতিবাদ করতে গেলে গতকাল শিক্ষক সাইদুর রহমানকে শারীরিকভাবে নাজেহাল করে। কোথাও কোনো সুবিচার পাচ্ছে না এ পরিবারটি। মঙ্গলবার সাইদুর রহমান কোম্পানিরগঞ্জ থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে এসআই আনোয়ার হোসেন ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন, তদন্তের মাধ্যমে উদঘাটন করা হচ্ছে বলে পুলিশ জানান।

তদন্তের অফিসার আরো জানান, যেহেতু বাড়ির ও পাশের বাসিন্দাদের সাথে বিরোধ আপোষ মিমাংসা করলে ভালো। সে মর্মে আগামী শুক্রবার একটি শালিসি দিন ধার্য্য করেন। স্থানীয় চেয়ারম্যান কাজী হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি র সত্যতা নিশ্চিত করার জন্য সরেজমিনে গেলে আব্দুর রশিদ, মোঃ আলম, আব্দুল হক ও সাইদুর রহমানের মামা মোস্তাফিজুর রহমান জানান, আবুল কালাম এই পরিবারের প্রতি সম্পূর্ণ অন্যায়ভাবে জোরপূর্বক জমিজমা গাছ-গাছালি জবরদখল করে, লুটপাট করে, জিম্মি করে রেখেছে। সে আইন, সমাজ বিচার কোনটাই মানে না । আবুল কালাম নিষিদ্ধ সংগঠনের বড়নেতা দাবি করে মানুষ জনকে তটস্থ করে রেখেছে। এ ব্যাপারে আবুল কালাম গং এর বক্তব্য নিতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। তারা দিনে গা-ঢাকা দিয়ে রাতে বিচরণ করতে দেখা যায় বলে জানান ঘটনার স্বাক্ষীরা।

ভুক্তভোগী পরিবার পরিজন জানান, তারা তাদের খরিদা ও ওয়ারিশ সূত্রে মালিক থেকে শান্তি ও নিরাপদে যেন সম্পদ ভোগদখল করতে পারেন, সে মর্মে সকলের সহযোগিতা কামনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে