শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহে টিটু কুমিলস্নায় সূচনা মেয়র নির্বাচিত

যাযাদি ডেস্ক
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
ময়মনসিংহে টিটু কুমিলস্নায় সূচনা মেয়র নির্বাচিত
ময়মনসিংহে টিটু কুমিলস্নায় সূচনা মেয়র নির্বাচিত

দিনভর ভোটগ্রহণ শেষে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। অন্যদিকে কুমিলস্না সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে জয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনা।

শনিবার রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ময়মনসিংহে মোট ১২৮ কেন্দ্রের মধ্যে ১২৩ কেন্দ্রের ফলাফলে ইকরামুল হক টিটু পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৯০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৩ ভোট।

ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩টি ওয়ার্ড। মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একটি ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৮টি। নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ আর পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন।

কুমিলস্নার মেয়র সূচনা

অন্যদিকে স্টাফ রিপোর্টার কুমিলস্না জানান, কুমিলস্না সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন মহানগর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা। কুমিলস্না জিলা স্কুলের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের ঘোষণা মঞ্চ থেকে রাত ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের ফলাফল

ঘোষণা করেন। এতে বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনে ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫ ভোট। বাতিল ভোট নেই। ভোট প্রদানের হার ৩৮.৮২ শতাংশ।

এ নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী

সাবেক বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাতি প্রতীকের নূর-উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

মেয়র পদে তাহসিন বাহার সূচনার বিজয়ে শত শত নেতাকর্মী ও সমর্থকরা কুমিলস্না জিলা স্কুলের সামনের ও তৎসংলগ্ন এলাকায় উলস্নাসে ফেটে পড়েন। এ সময় প্রার্থী তাহসিন বাহার সূচনা ও তার বাবা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে স্স্নোগানে স্স্নোগানে মুখরিত হয় পুরো শহর। অন্যদিকে, ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন সাক্কু। তিনি জানিয়েছেন, পরিকল্পিতভাবে তাকে হারিয়ে দেয়া হয়েছে। ভোটাররা বলছেন, বিএনপি থেকে বহিষ্কৃত নিজামউদ্দিন কায়সারের ঘোড়া প্রতীকের কারণেই পরাজিত হয়েছেন সাবেক দুই বারের মেয়র সাক্কু। এর আগে ফলাফল জানার জন্য বিকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ও জেলার বিভিন্ন স্থান থেকে আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা জিলা স্কুল এলাকায় জড়ো হন। পাল্টা অবস্থান নেন সাক্কুর কর্মী-সমর্থকরা। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিস্থিতি শান্ত রাখে।

এর আগে শনিবার দিনভর অনুষ্ঠিত কুমিলস্না সিটি নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে সবকটিতেই ভোট হয় ইভিএমে। এবারের নির্বাচনে ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর আগে ২০২২ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন এবং ২০১৭ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। ২০২২ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে ৩৪৩ ভোট বেশি পেয়ে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে ছিলেন রিফাত। ওই নির্বাচনে ভোট পড়েছিল ৫৮.৭৪ শতাংশ।

বিজয়ী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা কুমিলস্না মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি জাগ্রত মানবিকতার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এছাড়া তিনি কুমিলস্না মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের চার বারের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যেষ্ঠ কন্যা। রাজনৈতিক পরিবারে জন্ম ডা. তাহসিন বাহার সূচনা শিক্ষা জীবনে বাবার সঙ্গে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। রাজনীতির পাশাপাশি তিনি মানবিক সেবাজনিত কাজেও নগরীতে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি নিজেকে নগর মাতা নয়, নগর কন্যা হিসেবে নারীসহ অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সর্বস্তরের নগরবাসীর সেবায় নিয়োজিত থাকার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে