শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
উপজেলা নির্বাচন

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

নেতাদের মধ্যে ২৬ জন চেয়ারম্যান, ১৯ জন ভাইস চেয়ারম্যান এবং বাকি ১৬ জন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন
যাযাদি রিপোর্ট
  ০৫ মে ২০২৪, ০০:০০
বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদে নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৬১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত সবাই দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থী হয়েছেন। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে ২৬ জন চেয়ারম্যান পদে, ১৯ জন ভাইস চেয়ারম্যান এবং বাকি ১৬ জন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রথম ধাপের দেড়শ উপজেলায় ভোটে অংশ নেওয়ায় ৭৯ জনকে আগেই বহিষ্কার করে বিএনপি। ফলে দুই দফায় বিএনপি বহিষ্কার করল মোট ১৪০ জনকে। বহিষ্কৃত ৬১ জনের মধ্যে- রংপুর বিভাগর ১১ জন, রাজশাহী বিভাগে পাঁচ, বরিশাল বিভাগে তিন, ঢাকা বিভাগে ছয়, ফরিদপুর বিভাগে দুই, ময়মনসিংহ বিভাগে ছয়, সিলেট বিভাগে ১৫, চট্টগ্রাম বিভাগে পাঁচ, কুমিলস্না বিভাগে দুই এবং খুলনা বিভাগে ছয়জন।

বহিষ্কৃৃতরা হলেন রংপুর বিভাগ- বোদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাবিব আল-আমিন ফেরদৌস, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম, রাণীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. হযরত আলী, সৈয়দপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াদ আরফান সরকার রানা, বিরল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, বীরগঞ্জ উপজেলা বিএনপি

চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসরাম রীজু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মামুনুর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. শিল্পি খাতুন।

রাজশাহী বিভাগ

পোরশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মমতাজ বেগম, লালপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভিপি আরিফ, বাঘাতিপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক, ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসরিন পারভিন মুক্তি।

খুলনা বিভাগ

গাংনী উপজেলা চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী ভুট্টো, ভেড়ামারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইন্দোনেশিয়া শিতু, হরিণাকুন্ডু উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম রহমান, দিঘলীয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হক মাসুম, ফুলতলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাব্বির আহমেদ রানা।

বরিশাল বিভাগ

বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হালিম, বরগুনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউলস্নাহ সানি,

ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নুল আবেদীন রাফি মোলস্না।

ঢাকা বিভাগ

ঘিওর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মান্নান, একই উপজেলার চেয়ারম্যান প্রার্থী খন্দকার লেয়াকত হোসেন, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান রবিন, ভূয়াপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসলিমা জেসমিন পাপিয়া, টুঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বাচ্চু হাওলাদার।

ফরিদপুর বিভাগ

রাজবাড়ী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আক্তার বিউটি, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদ মাতব্বর।

ময়মনসিংহ বিভাগ

চেয়ারম্যান প্রার্থী হোসাইন নুর মোহাম্মদ আনির, দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকসানা বেগম, নকলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোকসেদুল হক শিপলু, ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান কোহিনুর।

সিলেট বিভাগ

ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, তাহেরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম, বিশ্বম্ভপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ দুলাল, একই উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহন মিয়া বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান মদিনা আক্তার, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল হক আফিন্দি, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুলস্নাহ আল-মামুন, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাদ উদ্দীন সাদ্দাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পলিনা রহমান, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ আলম স্বপন, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হেকিম, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, বাহুবল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলফা বেগম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান সেফু, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম ইয়াছিন।

চট্টগ্রাম বিভাগ

সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকি রুবেল, পেকুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাফায়েত আজিজ রাজু, লামা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন মজুমদার, নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী,

কুমিলস্না বিভাগ

হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার রুবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে