শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

যাযাদি ডেস্ক
  ০৫ মে ২০২৪, ০০:০০
বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর বনানীতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশের আশ্বাসে পাশে রেললাইনে অবস্থান নেন। তবে সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভের ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বেশ ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

শ্রমিকরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কিছু না জানিয়ে বন্ধের নোটিশ লাগিয়ে দেয়। ঈদুল আজহার আগে এভাবে গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ তারা। তিন মাসের বেতন আর কোরবানি ঈদের বোনাস মালিককে দিতে হবে বলেও তারা দাবি করেন।

পোশাক কারখানার সুপারভাইজার ইসমাইল হোসেন বলেন, '৭-৮ বছর ধরে আমরা কাজ করছি। ঈদের আগে শেষ মুহূর্তে বেতন-বোনাস দিয়ে ছুটি দিয়েছে। লম্বা বন্ধের পর গত দুই তারিখে কারখানা খুলে দেয়। আজকে সকালে এসেই দেখি তালা দেওয়া। কারখানা বন্ধ করে দিলে আমাদের দেনা-পাওনা মিটিয়ে দিক। আমরা অন্য কোথাও কাজ খুঁজে নেব। পুলিশ এক ঘণ্টার সময় নিয়ে এখনো কোনো সমাধান করে নাই।'

কারখানার শ্রমিক মো. সেতু বলেন, 'গত পাঁচ বছর ধরে ভালোভাবে ঈদ বোনাস দেয় নাই। বেতন দিতেও ঘুরিয়েছে। তারপরও আমরা তার সুবিধার জন্য কাজ করে গেছি।'

বনানী থানার উপ-পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, 'বনানীর চেয়ারম্যান বাড়ী এলাকার পোশাক কারখানা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সকালে কাজে এসে দেখেন, কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এর প্রতিবাদে তারা সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। কারখানাটিতে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া। এ রকম হঠাৎ কারখানা বন্ধ করতে হলে শ্রমিকদের অন্যান্য যেসব সুযোগ-সুবিধা দেওয়ার কথা; শ্রমিকদের অভিযোগ, সেই নিয়ম মানা হয় না।'

তিনি আরও বলেন, 'শ্রমিকরা বৃহস্পতিবার কারখানায় এসেছিলেন। কিন্তু কাজ না থাকায় ফিরে গেছেন। তারা জানিয়েছেন, তখনো তাদের জানানো হয়নি কারখানা বন্ধ করে দেওয়া হবে। তারা মালিকপক্ষের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।'

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, 'শ্রমিকদের না জানিয়ে বিনা নোটিশে বনানীর অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় সড়কে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। প্রায় চারশ' পোশাক শ্রমিক সকাল সাড়ে ৮টার দিকে অবস্থান নেন। এতে করে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।'

তিনি আরও বলেন, 'আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে