সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
রানওয়ে রক্ষণাবেক্ষণ

শাহজালালে ৩ দিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

যাযাদি রিপোর্ট
  ০৬ মে ২০২৪, ০০:০০
শাহজালালে ৩ দিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের রক্ষণাবেক্ষণের জন্য আজ থেকে বুধবার রাত পর্যন্ত তিন ঘণ্টা করে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে। রোববার এ তথ্য জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রম্নপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, 'বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে ব্যবস্থাপনা। এই কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৬ মে থেকে ৮ মে এই ৩ দিন রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস

ও সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করা হয়েছে।'

এই ৩ ঘণ্টায় বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এ তিনদিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও পরবর্তী ফ্লাইটের সময় জানিয়ে দিতে বলা হয়েছে।

কামরুল ইসলাম আরও বলেন, 'যাত্রীদের তাদের নিজ নিজ ফ্লাইট সম্পর্কে আগাম জানাতে এবং ফ্লাইট অপারেশন সমন্বয় করার জন্য এয়ারলাইনসগুলোকে ইতোমধ্যে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বিমানবন্দরে অন্য সেবাপ্রদানকারী সরকারি সংস্থার সঙ্গেও সমন্বয় করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে