সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সীমান্ত পেরিয়ে আরও ৮৮ বিজিপি বাংলাদেশে

যাযাদি ডেস্ক
  ০৬ মে ২০২৪, ০০:০০
সীমান্ত পেরিয়ে আরও ৮৮ বিজিপি বাংলাদেশে

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৮৮ সদস্য। তারা নৌকায় নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে টেকনাফ কোস্ট গার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।

রোববার বিকালে এই তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান সংবাদ মাধ্যমকে বলেন, 'অনুপ্রবেশকারী ৮৮ বিজিপিকে আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি।'

স্থানীরা জানান, রোববার সকালে নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে অস্ত্রসহ বিজিপির ৮৮ সদস্য টেকনাফ কোস্ট গার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।

এর আগে শনিবারও তিনটি পয়েন্ট দিয়ে অন্তত ৪০ বিজিপি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এর মধ্যে সাবরাং আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৮ জন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে চারজন প্রবেশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে