বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
সেতু ভেঙে কনেপক্ষের দুটি গাড়ি খালে

বরগুনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

যাযাদি ডেস্ক
  ২৩ জুন ২০২৪, ০০:০০
বরগুনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কনেপক্ষের দুটি গাড়ি সেতু ভেঙে খালে পড়ে একই পরিবারের ৭ জনসহ ৯ জনের মৃতু্য হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া হাটসেতুতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের সাতজন হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনাসদস্য মাহাবুবর রহমানের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শাশুড়ি রুমি বেগম (৪০), মাহাবুবের মা ফরিদা বেগম (৪০), মামি মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭), তাসদিয়া (১১), আরেক মামি ফাতেমা বেগম (৪০)। এ ছাড়া আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া (৩৮) এবং কন্যা রিদি (৫)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এক জন।

1

স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় সেতু ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। স্থানীয় লোকজন ও পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৯ জনের মরদেহ উদ্ধার করেন।

আমতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, 'উপজেলার কাউনিয়া ইব্রাহিম একাডেমির শিক্ষক মাওলানা মনিরুল ইসলামের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মো. সেলিমের ছেলে সাইমুন রহমান সোহাগের গত বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়। শনিবার ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান ছিল। কনের বাড়ির লোকজন হলদিয়া গ্রাম থেকে একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশায় করে আমতলি পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে ছেলের বাড়ি যাচ্ছিল। পথে হাটসেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।'

আমতলীর ইউএনও মোহাম্মদ আশরাফুল আলম বলেন, 'এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে।'

ওই দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৭ জনই মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহাবুবর রহমান সবুজের পরিবারের সদস্য। তার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৭ সদস্য মারা গেছেন।

এদিকে দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়। এলাকাবাসী

এসে ভিড় জমায় মাহাবুবুর রহমান সবুজের বাড়িতে।

গ্রামবাসী জানায়, বুধবার সকালে শিবচর থেকে মাহাবুব এবং তার পরিবারের সদস্যরা খালাত বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার যায়। শনিবার দুপুরে সেখান থেকে আত্মীয়ের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার সময় মাহাবুব ও তার পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে যায়।

দুলাল মাতবর নামে আরেক ব্যক্তি বলেন, 'পুরো গ্রামে শোকে স্তব্ধ। দুই পরিবারের মোট ৯ জন সদস্য মারা গেছে। আমরা খবর পেয়ে মাহাবুবের বাড়িতে এসেছি। ওদের পরিবারের কেউ বাড়িতে নেই। সবাই ওই অনুষ্ঠানে গিয়েছিল। এখন বাড়িতে কেউ নেই।'

ভদ্র্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বেপারী বলেন, 'আমরা খবর পেয়েই বাড়িতে এসেছি। আসলে এত বড় দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এখন তাদের মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে খবর পেয়েছি।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলস্নাহ আল মামুন বলেন, 'আমি বিষয়টি জেনেছি। খুবই মর্মান্তিক ঘটনা। মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে