চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজলের স্বামী অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মো. ফারুক আহমেদ (৬৫) শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বেলা ১১টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর মীর বাড়ীর মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে খাসের বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।