পাবনার আটঘরিয়া উপজেলার চান্দাই গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা শফিউদ্দিন (৯০) গত ১৯ জুন বিকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওইদিন সন্ধ্যায় চান্দাই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।
মাওলানা শফিউদ্দিন দীর্ঘদিন চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এবং আটঘরিয়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বীন ইসলামের ওপর এবং নিজের জীবনের কর্মকান্ড নিয়ে একাধিক বই লিখেছেন। তিনি উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন।