বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রধানমন্ত্রীর ভারত সফর

দিলিস্নতে তিস্তা নিয়ে আলোচনায় চীন প্রসঙ্গ আসেনি :পররাষ্ট্রমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ২৪ জুন ২০২৪, ০০:০০
দিলিস্নতে তিস্তা নিয়ে আলোচনায় চীন প্রসঙ্গ আসেনি :পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দিলিস্নতে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এই ইসু্যতে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শনিবার দিলিস্নতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়।

1

বৈঠকে তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফর খুব ফলপ্রসূ ছিল। সেখানে তিস্তা নদী ও অভিন্ন যৌথ নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। তিস্তার জন্য বাংলাদেশে ভারতের কারিগরি দল আসবে। এটা ইতিবাচক। তবে তিস্তা নিয়ে সেখানে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ভারত ই-মেডিকেল ভিসা কবে থেকে চালু করবে জানতে চাইলে মন্ত্রী জানান, এটা সিদ্ধান্ত হয়েছে, তবে দিনক্ষণ ওরা (ভারত) বলতে পারবে।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম। সেখানে সৌদি যুবরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, ইনশালস্নাহ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাছান মাহমুদ বলেন, আমদের সামনে অনেক চ্যালেঞ্জ। স্বাধীনতাবিরোধী অপশক্তি ঘাপটি মেরে আছে। সাম্প্রদায়িক অপশক্তি এখনো আছে। তারা ফণা তুলে দাঁড়ায়। বিএনপি এসব অপশক্তিকে আশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, 'ভারত সফরটি চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন। যে কারণে আমি বেশি কিছু বলতে চাই না। আমি এতটুকু বলতে চাই, সেখানে তিস্তা কিংবা যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। দু'দেশের মধ্যে ৫৪টি যৌথ নদী রয়েছে। সেই নদীর যদি একটি অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি, তাহলে তা দুই দেশকেই উপকৃত করবে। সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছি।'

তিনি বলেন, 'তবে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আমরা ভারত সরকারের সহায়তা চেয়েছি। তখন চীনা প্রসঙ্গ এসেছে। সেখানে জাতিগত যে সংঘাত চলছে, তাতে চীনের ভূমিকা নিয়ে কথা হয়েছে। অন্য কোনো কিছুতে চীনা প্রসঙ্গ আসেনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে