দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ ২৪ জুন অনুষ্ঠেয় ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এবং কাল ২৫ জুন অনুষ্ঠেয় ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তী সময় জানানো হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান।
উলেস্নখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য িি.িহঁ.ধপ.নফ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো বলে বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়।