মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সাইফুল আলম বাবু

পঞ্চগড় প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সাইফুল আলম বাবু
সাইফুল আলম বাবু

পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিডি নিউজ ও দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃতু্যবরণ করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগ ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি পঞ্চগড় পৌরসভার নিউ মার্কেট এলাকার মৃত আব্দুল হালিমের ৩য় পুত্র। বৃহস্পতিবার বাদ মাগরিব পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানের মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। সাংবাদিকতা জীবনে তিনি কালের কণ্ঠ, যায়যায়দিন, খোলাকাগজ, আজকের পত্রিকা, বিডি নিউজে কাজ করেছেন। দিগন্ত টিভির শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত তিনি পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পঞ্চগড় চিত্র নামের একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি।

তার মৃতু্যতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে