মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই

ঝিনাইদহ প্রতিনিধি
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই
বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ শহিদুজ্জামান বেল্টু আর নেই। সোমবার রাতে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে, দুপুরে কালীগঞ্জ সরকারি ভুষণ স্কুল মাঠে এবং বাদ এশা তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার হাসনহাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।

বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টুর মৃতু্যতে তার নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃতু্যর খবরে নেতাকর্মী শহরের কলাবাগানের বাসায় জড়ো হন।

এদিকে বিএনপি নেতা বেল্টুর মৃতু্যতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাড আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শহীদুজ্জামান প্রথমে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগদান করেন। ওই নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সাল পর্যন্ত টানা চারবার শহীদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে