আজ বুধবার ২০২৫ সালের হজের প্যাকেজ ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয়। গতবারের তুলনায় এবার হজের খরচ কমতে পারে। সরকারি অর্থায়নে কারও হজ করার সুযোগ থাকছে না এবার। এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক- দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে।
ধর্ম উপদেষ্টা জানান, হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা মদিনায় থাকা এবং সৌদি সরকারকে নির্ধারিত অথের্র খরচ। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা আজ জানা যাবে। তিনি বলেন, সরকারের টাকায় বিনা খরচে কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদের সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে।
অতিরিক্ত বিমানভাড়াসহ নানা কারণে গত দুই বছর দফায় দফায় সময় বাড়িয়েও পূরণ করা যায়নি হজের কোটা। বাকি ছিল কোটার ৪৪ হাজার। যদিও ২০২৩ সালের চেয়ে হজের প্যাকেজের দাম কমানো হয়েছিল ৯২ হাজার টাকা। তবুও হাতের নাগালে আসেনি খরচ। খরচ কমার তালিকায় সবার আগে রয়েছে বিমান ভাড়া। গেল বছর টিকিটের দাম ১ লাখ ৯৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও এবার বিমান কর্তৃপক্ষই প্রস্তাব দিয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকার।
তবে এতেও খুশি নয় ধর্ম মন্ত্রণালয়। জানা গেছে, আরও হাজার দশেক টাকা কমিয়ে ১ লাখ ৬০ থেকে ৬৫ হাজার টাকার কোটায় নামতে পারে বিমান ভাড়া। এছাড়াও বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, এনবিআরের ভ্যাট ট্যাক্স, বেবিচকের বিভিন্ন ফিও কমছে। সবমিলে গেলবারের তুলনায় প্রথম প্যাকেজে ৪০ হাজার আর দ্বিতীয় প্যাকেজে ৭০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।