বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আক্রমণাত্মক কথায়ও দমে যাননি কমলা

যাযাদি ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
আক্রমণাত্মক কথায়ও দমে যাননি কমলা
কমলা হ্যারিস

ডোনাল্ড ট্রাম্প তার উইসকনসিনের সমাবেশে প্রতিপক্ষ কমলা হ্যারিসকে ব্যাপক আক্রমণ করে কথাবার্তা বললেও দমে যাননি কমলা হ্যারিস। বুধবার তিনিও উইসকনসিনে সমাবেশ করেছেন। তার বক্তব্যের শুরুতেই তিনি বলেছেন, উইসকনসিন এমন একটি যুদ্ধক্ষেত্র, আসন্ন নির্বাচনে যেটিতে জয়ী হওয়া আবশ্যক। উইসকনসিনবাসীদের কাছে তিনি ভোট প্রার্থনা করেন।

তবে, কমলা হ্যারিসের বক্তব্যের শুরুতে একজন প্রতিবাদকারী 'সিজফায়ার নাউ' বলে উচ্চস্বরে স্স্নোগান দিচ্ছিলেন, গাজায় দ্রম্নত যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

হ্যারিস সেই প্রতিবাদকারীর কথার উত্তর দিয়েছেন। তিনি বলেন, 'আমরা সবাই চাই গাজার যুদ্ধ শেষ হোক' এবং উপস্থিত সমর্থকদের তিনি বলেন, এই যুদ্ধ শেষ করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি এক পর্যায়ে প্রতিবাদকারীদের উদ্দেশ

করে বলেন, 'আমাদের সবারই কথা বলার অধিকার আছে। কিন্তু এখন আমি কথা বলছি।' এ কথা শুনে সবাই তার স্বরে চিৎকার করে ওঠে এবং এক পর্যায়ে প্রতিবাদকারীরা শান্ত হয়ে যায়।

কমলা হ্যারিস তার ভাষণ চালিয়ে যান এবং তার সমর্থকদের আত্মবিশ্বাসের সঙ্গে বলেন 'আমরা জিতব।'

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট এরপর বলেন, ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তিনি আরও বলেন, 'ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে দেখা যাবে তিনি তার শত্রম্নদের তালিকা নিয়ে অফিসে প্রবেশ করছেন। কিন্তু যখন আমি নির্বাচিত হবো, তখন আমি একটি টু-ডু লিস্ট (করণীয় তালিকা) করার কাজে মন দেব।'

তিনি জানান, তার করণীয় তালিকার শীর্ষে রয়েছে মানুষের জীবনযাত্রার খরচ কমিয়ে আনা। গর্ভপাত, স্বাস্থ্যসেবাসহ আরও যেসব খাতে কাজ করার প্রতিশ্রম্নতি তিনি এর আগে দিয়েছেন, সেসব বিষয় তিনি আবারও উইসকনসিনের সমাবেশে তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবার খরচ কমানোর প্রতিশ্রম্নতি দেন।

গর্ভপাতের বিষয়ে তিনি বলেন, 'একজন নারী তার শরীরের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন তা তার মৌলিক স্বাধীনতা। এখানে সরকার তাকে কী বলবে সেটি তাকে অনুসরণ করতে হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে