বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সন্ত্রাসীদের গুলিতে প্রতিবন্ধী নারী নিহত

যাযাদি ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
সন্ত্রাসীদের গুলিতে প্রতিবন্ধী নারী নিহত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে ফরিদা ইয়াসমিন (৩৩) নামের এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা ইয়াসমিন ওই এলাকার ছৈয়দ আহমদের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ফকিরাঘোনা এলাকার বাসিন্দা ফরিদুল আলমের সঙ্গে ফকিরাঘোনার পশ্চিমপাড়ার বাসিন্দা রশিদ আহমেদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা ফরিদুল আলমের বাড়িতে হামলা চালান। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি ফাঁকা গুলি করেন। একপর্যায়ে বাড়িতে ঢুকে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে ফরিদুল আলমের প্রতিবন্ধী ছোট বোন ফরিদা ইয়াসমিন নিহত হন। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে খবর পেয়ে বুধবার রাত তিনটার দিকে মহেশখালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে