চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে ডিমের আড়তে গুলি ছুঁড়ে টাকা লুটের ঘটনায় সন্ত্রাসী মনসুর আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে বরুগুনা জেলা থেকে মনসুরকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, গত ২৩ আগস্ট রাতে পাহাড়তলী বাজারের একটি ডিমের আড়তের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে মনসুরের সন্ত্রাসী কর্মকান্ডের দৃশ্য ধারণ করা আছে। ওই ফুটেজে দেখা যায়, ওই ডিমের আড়তে হঠাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়ে মনসুর ও তার তিন সহযোগী সন্ত্রাসী। পরে দোকানের ক্যাশ থেকে তারা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ছোড়ে ফাঁকা গুলি, যাতে কেউ এগিয়ে আসতে না পারেন।
তারেক আজিজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বরগুনা থেকে সন্ত্রাসী মনসুরকে গ্রেপ্তার করেছে।