রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার আরিফ (২৩) নামের এক তরুণ বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন। গত ৫ আগস্ট গোদাগাড়ীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। চিকিৎসায় সুস্থ হওয়ার পর এ মামলা করলেন আরিফ।
মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে।