বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডেঙ্গুতে ৩ জনের মৃতু্য, হাসপাতালে ভর্তি ৩১৬

যাযাদি ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে ৩ জনের মৃতু্য, হাসপাতালে ভর্তি ৩১৬

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃতু্য হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৮ জন এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ৫০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত একদিনে যাদের মৃতু্য হয়েছে, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন বরিশাল বিভাগ এবং একজন খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

1

গত একদিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬১ জন, ঢাকা বিভাগে ৩৬ জন, ময়মনসিংহে ছয়জন, চট্টগ্রামে ৪৭ জন, খুলনায় ১৪ জন, রাজশাহীতে ১১ জন, বরিশাল বিভাগে ৪০ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৯৭ জন; আর ১ হাজার ৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে

অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃতু্য হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃতু্য হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে