বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
শোক সংবাদ

ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দা

রংপুর প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দা
ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দা

ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিক আশরাফ হোসেন বড়দা বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নলিলস্নাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানু্যধায়ী রেখে গেছেন তিনি। শুক্রবার বাদ জুমা রংপুর নগরীর গুপ্তপাড়া জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় নূরপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ভাষা আন্দোলন চলার সময় আশরাফ হোসেন বড়দা ১৯৫৪ সালে আত্মগোপনে চলে যান। এরপর ১৯৫৫ সাল থেকে রংপুর নগরীর গুপ্তপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নিউক্রস রোডের ডুয়ার্স ভবনই ভাষাসৈনিক আশরাফ হোসেনের ঠিকানা।

২০২২ সালে গণমাধ্যমের পক্ষ থেকে ভাষাসৈনিক মোহাম্মদ আফজাল ও আশরাফ হোসনে বড়দাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এদিকে ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দার মৃতু্যতে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পাটি, প্রেসক্লাব রংপুর, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শোক জানিয়েছে। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় রাজনৈতিক দলগুলো পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে