রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পড়তে হবে বই

পারভেজ হুসেন তালুকদার
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
পড়তে হবে বই

করতে হবে লেখাপড়া

পড়তে হবে বই

1

মানুষ হবার শিক্ষা নিতে

বই আলোকের মই।

বইয়ের পাতায় শিক্ষা সাজে

বর্ণমালার ফুল

শিক্ষা জাতির সুশীল বিকাশ

সব সুফলের মূল।

বইয়ের পাতা স্বর্ণ গাঁথা

বুঝলে সে তাই হয়

শিক্ষা পারে আনতে নীড়ে

এক জীবনের জয়।

পড়তে হবে পড়তে হবে

শিক্ষা তো এক নূর

শিক্ষা পারে মনন থেকে

করতে আঁধার দূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে