রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শীতের ছোঁয়া

সোমা মুৎসুদ্দী
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
শীতের ছোঁয়া

শীতের ছোঁয়া লাগল শহর

লাগল সবুজ গ্রামে

1

শীতের চিঠি পেলাম আমি

কুয়াশারই খামে।

বছর ঘুরে আবার এল

শীত বালিকা শোন

নতুন পিঠার স্বপ্ন মধুর

দু-চোখ জুড়ে বোন।

কনকনে ঐ ঠান্ডা হাওয়ায়

বসে চুলার ধারে

দুধ পুলি আর ভাপা পিঠা

মন খুশিতে কাড়ে।

তারই সঙ্গে দাদী ও নানির

আলাপ জমে বেশ

হিমেল শীতে বাংলাদেশের

মধুর পরিবেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে