মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
তোমাদের জন্য ছড়া

বৃষ্টি

আহমেদ হিমেল
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
বৃষ্টি

সূর্যি মামা নিখোঁজ হলো

তাই তো আকাশ কালো

আঁধার মাখা মেঘের বাড়ি

একটুও নেই আলো!

শীতল হাওয়ায় ফিঙের ছানা

নরম ডানায় উড়ে

বৃষ্টি আসার জানান দিল

মৈষালীবন জুড়ে।

ভাবছে খুকি, বৃষ্টি ভিজে

দারুণ মজা হবে

নেবুর পাতা করমচা হোক

জমুক পানি টবে।

বৃষ্টি পড়ুক ঝুমুর ঝুমুর

শব্দ টিনের চালে

এই প্রকৃতি সতেজ থাকুক

এমন বর্ষাকালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে