মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
তোমাদের জন্য ছড়া

হিজল গাছের ভূত

মেরাজুল ইসলাম
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
হিজল গাছের ভূত

ভূত দেখেছ ভূত?

\হনয়তো ভূতের পুত?

\হইয়াব্বড় তার শিং!

\হদেখলে গা হয় হিম।

\হও বাবা! কি করি

\হভয়েই যেন মরি।

\হহিজল গাছের পাতার ফাঁকে

\হচুপটি থাকে বসে

\হপাশ দিয়ে কেউ গেলে তারে

\হঘাড়টি ধরে কষে।

\হকি বলে যাস যা-তা?

\হগেল নাকি মাথা?

\হতোর কি মনে হয়?

\হপেলাম হা-হা ভয়!

\হহায়রে অবোধ হাবু

\হজ্ঞান হলো না তবু।

\হভূত থাকে শোন রূপকথাতে

\হসত্যিকারে নয়

\হআধুনিক এই যুগে রে তোর

\হকেমনে বিশ্বাস হয়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে